ফেসবুক ব্যবহারকারীদের নতুনত্বের স্বাদ দিতে ফেসবুক নিয়ে এলো নতুন ফেসবুক প্রোফাইলস। ব্যবহারকারীরা এখন নতুনরূপে নিজেদের প্রোফাইল বন্ধুুদের কাছে উপস্থাপন করতে পারবে। ‘৬০ মিনিট’ নামক এক অনুষ্ঠানে ফেসবুক প্রতিষ্ঠাতা সম্প্রতি এই নতুন ফিচারের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন। নতুন ফেসবুক প্রোফাইলটি আকর্ষণীয়ই বটে, অনেকেরই কাছে অবশ্য খুব একটা ভালো লাগছে না বলে জানা গেছে। তবে নতুন এই প্রোফাইলে শিক্ষা, পেশা, পছন্দ, বন্ধু, বন্ধুদের মাঝে কমন শেয়ার ইত্যাদি তথ্য খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে । বন্ধুুদের সঙ্গে সম্পর্কটাও ভালোভাবে তুলে ধরা হয়েছে । ট্যাব প্রোফাইলের মাঝখান থেকে সরিয়ে প্রোফাইল পিকচারের নিচে দেয়া হয়েছে। যাতে পুরনো কোনো তথ্য হারিয়ে না যায় সে ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। যদিও ফেসবুক ব্যবহারকারীদের এক বড় উদ্বেগ নিরাপত্তা বা তথ্যের সুরক্ষা নিয়ে। এই সাইট থেকে অনেকের একান্* ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়? অনেককেই এজন্য বিব্রত হতে হয়েছে? তারপরও সতর্কতা খুব একটা দেখা যায় না? বরং শুধু ফেসবুকের নিরাপত্তা সেটিংস সম্পর্কে সচেতন না হওয়ায় এখনও অনেকের একান্* ব্যক্তিগত ছবি সবাই দেখতে পারছে? ফেসবুক তার নিরাপত্তা সেটিংস সাইটটি ব্যবহারকারীদের সার্বক্ষণিক আয়ত্তে রাখার চে*া করছে? আগে শুধুই কম্পিউটারে ফেসবুক প্রাইভেসি সেটিংস পরিবর্তনের সুযোগ থাকত। ফলে যখন তখন এর ছবি বদলানোটা সীমাবদ্ধ ছিল? এই সপ্ট*াহে ফেসবুক সেটিংসের গুরুত্বপূর্ণ কিছু অংশ যোগ করা হয়েছে মুঠোফোন সংস্করণে? এখন থেকে আপনি চাইলে মুঠোফোনেই বদলে নিতে পারেন ফেসবুকের সেটিংস? এজন্য মুঠোফোনে সাইটটিতে প্রবেশের পর নিচের দিকে থাকা সেটিংস বোতামে চাপ দিন। এরপর আপনার ফেসবুকের ছবি সাজিয়ে দিন নিজের মতো করে।
0 comments:
Post a Comment