ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সে প্রোগ্রাম (অ্যাড-অনস) ব্যবহারের ফলে বাড়তি সুবিধা পাওয়া যায়। ইচ্ছে করলে স্বয়ংক্রিয়ভাবে মজিলার সেরা প্রোগ্রামগুলো ব্রাউজারে ইনস্টল করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে addonfox নামের একটি প্রোগ্রাম। অ্যাডঅনটি http://addons.mozilla.org/en-US/firefox/addon/188421/ ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। ব্রাউজার আবার চালু করুন। এখন tools/addonfox-এ যান। তালিকা আসবে।তালিকা থেকে প্রোগ্রাম নিয়ে ইনস্টল করে নিতে পারবেন
0 comments:
Post a Comment