নানা কারণে কম্পিউটারে বিভিন্ন রকমের ফাইল কপি পেস্ট করতে হয়। অনেক সময় ফাইল কপি পেস্টের প্রক্রিয়াটি ধীরগতির মনে হয়। এ রকম মনে হলে ‘সুপার কপিয়ার’ সফটওয়্যার ব্যবহার করতে পারেন। মাত্র ৪৭৫ কিলোবাইটের ছোট এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/08/super-copier-software.html ঠিকানা থেকে নামিয়ে পিসিতে ইনস্টল করুন।
সফটওয়্যারটি ইনস্টল করলেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, যার ফলে কম্পিউটারে কোনো ফাইল/ফোল্ডার কপি/পেস্ট কিংবা মুভ করলে তা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ গতিতে
সম্পন্ন হবে।
ধন্যবাদ।
কম্পিউটার বিষয়ক নানা রকম টিপস জানতে যোগ দিন ফেসবুকে PC TIPS AND TRICKS গ্রুপে। এছাড়া কম্পিউটার বিষয়ক নানা সমস্যার কথা জানাতে পারেন ফেসবুকের PC HELPLINEগ্রুপে।
0 comments:
Post a Comment