ফাইল খোঁজার সুবিধা ফিরিয়ে আনুন

কম্পিউটার ভাইরাসের কারণে অনেক সময় উইন্ডোজের স্টার্ট মেনু থেকে ফাইলবা ফোল্ডার খোঁজার (সার্চ) সুবিধা অদৃশ্য হয়ে যায়। তখন ফোল্ডারের কিছু খোঁজার অপশনটিও নিষ্ক্রিয় হয়ে যায়। এ রকম হলে Start/run-এ গিয়ে
REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer /v NoFind /t REG_DWORD /d 0 /f লিখে এন্টার চাপুন।
এখন কম্পিউটার রি-স্টার্ট দিন। তাহলেই আগের মতো সার্চ অপশন ফিরে আসবে।

0 comments: