সহজেই বের করুন ফেসবুকে আপনার pending request

আমরা অনেকেই ফেসবুকে নিজেদের পাঠানো pending request গুলো দেখতে চাই।unfriend নামের একটি প্রোগ্রাম আপনাকে একাজে সহায়তা করবে।প্রোগ্রামটি ইনস্টল করার পর unfriend/awaiting request অপশনে গেলেই আপনি pending রিকোয়েস্টগুলো পাবেন।এখান থেকে সহজেই pending রিকোয়েস্ট ফিরিয়ে নিতে পারবেন ।কেউ আপনাকে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করলে আপনি সেটার নোটিফিকেশন পাবেন।
এটি ফেসবুকের অন্যান্য প্রোগ্রামের মতোই একটি প্রোগ্রাম।
আমরা অনেকেই ফেসবুকে প্রায়ই আমরা অন্যদের ফেন্ড রিকোয়েস্ট পাঠাই।কিন্তু আমরা জানতে পারি না কে ফ্রেন্ড রিকোয়েস্ট ignore করলো আর কে রিকোয়েস্ট pending রাখলো ।এই রিকোয়েস্ট pending থাকার ফলে আমরা অনেক সময় আমাদের অন্যান্য রিকোয়েস্টও যায় না।ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পঠাতে গিয়ে বর্তমানে অনেকেই সমস্যার সম্মুখিণ হচ্চেন।সাধারনত অনেক pending request জমলে এই সমস্যাটা বেশী হয়।undfriend নামের একটি প্রোগ্রামের সাহায্যে আপনি সহজেই pending রিকোয়েস্ট ফিরিয়ে নিতে পারবেন,জেনে নিতে পারবেন কে আপনার রিকোয়েস্ট ফিরিয়ে দিয়েছে কিংবা কে আপনাকে ফ্রেন্ডলিস্ট থেকে রিমুভ করেছে ।তবে প্রোগ্রামটি ইনস্টলের পূর্বে যারা আপনাকে ফ্রেন্ডলিস্ট থেকে ডিলিট করেছে তাদের নাম আসবে না।unfriend প্রোগামটি ডাওনলোড করতে এখানে ক্লীক করুন। ফায়ারফক্স ব্যবহারকারীরা প্রোগ্রামটি চালানোর জন্য Greasemonkeyনামের addon টি নামান।
এখন ফেসবুকে গেলে unfriend নামের একটা নতুন অপশন পাবেন(profile এর পাশে),ওখানে ক্লীক করে জেনে নিতে পারবেন কে আপনার রিকোয়েস্ট ফিরিয়ে দিয়েছে কিংবা কে আপনাকে ফ্রেন্ডলিস্ট থেকে রিমুভ করেছে।unfriend/awaiting request অপশনে গেলেই আপনি pending রিকোয়েস্টগুলো পাবেন।এখান থেকে সহজেই pending রিকোয়েস্ট ফিরিয়ে নিতে পারবেন ।কেউ আপনাকে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করলে আপনি সেটার নোটিফিকেশন পাবেন।
এটি ফেসবুকের অন্যান্য প্রোগ্রামের মতোই একটি প্রোগ্রাম।
বি:দ্র: যারা ফেসবুক থেকে friend request পাঠাতে পারছেন না তাদের প্রতি পরামর্শ mutual friend ছাড়া request পঠাবেন না।আর আপনি যাকে request পাঠাচ্ছেন তার আগে থেকে অনেক pending requets থাকলে অনেক সময় সমস্যা হয় ।ফেসবুকের প্রাইভেসী আইন কঠোর করার কারনেই এই সমস্যা হচ্ছে।


4 comments:

  • Anonymous says:
    October 13, 2010 at 2:55 AM

    parsina to. onak try korasi...akon ki ja kori.

    siddique_ice15@yahoo.com

  • Khaledm mahmud khan says:
    October 13, 2010 at 11:37 AM

    যারা unfriend ইনস্টল করতে পারছেন না তাদেরকে বলছি,এটি একটি script,তাই সরাসরি ডাওনলোড হবে না।এজন্য প্রথমে unfriend এর ডাওনলোড পেজে যান,তারপর new tab খুলে grassmonkey addon নামান।তাহলে দেখবেন unfriend ইনস্টল করার অপশন এসেছে।এটি profile এর পাশে থাকবে।

  • ABC says:
    October 15, 2010 at 2:45 AM

    thanks for your unfriend system.

  • ABC says:
    October 15, 2010 at 10:48 AM

    pending request delete korar porao to 1 tar basi request sent korta parsina.