skip to main |
skip to sidebar
ফেইসবুকে ফাইল শেয়ার
ফেইসবুকে ফাইল শেয়ার করতে হলে প্রথমে কোনো হোস্টিং সাইটে ফাইল আপলোড করে লিংক শেয়ার করতে হয়। তবে হোস্টিং ফাইলের সাহায্য ছাড়াও একটি অ্যাপলিকেশন দিয়ে সহজেই ফেইসবুকে বন্ধুদের সঙ্গে যেকোনো ফাইল সরাসরি শেয়ার করতে পারেন। এ জন্য প্রথমে http://apps.facebook.com/sendfiles ঠিকানার সাইট থেকে sendfile অ্যাপলিকেশন চালু করুন। এবার আপনার বন্ধু নির্বাচন করে ফাইল সেন্ড করতে হবে।
0 comments:
Post a Comment