লুকানো ফাইল দেখুন

লুকানো ফাইল দেখতে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে Control Panel থেকে Folder options-এ যান। View ট্যাবের অধীনে দেখুন Advanced Settings-এর নিচে Hidden files and folder অপশনটি রয়েছে। এখানে Show hidden files and folders-এর পাশে ক্লিক করে OK ক্লিক করুন। এখন থেকে আপনার কম্পিউটারের লুকোনো ফাইলগুলো দেখা যাবে। সেই সঙ্গে সংরক্ষিত সিস্টেম ফাইলও দেখতে চাইলে Hide protected operating system files লেখাটির পাশ থেকে টিক চিহ্ন তুলে দিন।

Avira Antivirus Premium 1 Year

0 comments: