skip to main |
skip to sidebar
গুগল ক্রোমে পিডিএফ ফাইল
পিডিএফ রিডার সফটওয়্যার ইনস্টল করা না থাকলে কম্পিউটারে পিডিএফ ফাইল পড়া যায় না। তবে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা একটি অতিরিক্ত এঙ্টেনশন ইনস্টল করে গুগল ডঙ্ ভিউয়ারের মাধ্যমে সহজেই পিডিএফ ফাইল পড়তে পারেন। এ জন্য প্রথমে http://bit.ly/7NqlRA ঠিকানার ওয়েবসাইট থেকে গুগল ক্রোম এঙ্টেনশনটি ইনস্টল করতে হবে। এরপর যেকোনো ওয়েবসাইটের পিডিএফ লিংকে ক্লিক করলে তা স্বয়ংক্রিয়ভাবে গুগল ভিউয়ারের মাধ্যমে দেখা যাবে।
0 comments:
Post a Comment