একই জিনিস দিনের পর দিন দেখার চেয়ে একটু নতুনত্বই বরং ভালো লাগে। আপনি চাইলে আপনার কম্পিউটারের ফোল্ডারগুলোয় আনতে পারেন নতুনত্ব। এ জন্য দরকার হবে ছোট্ট একটি সফটওয়্যার।মাত্র ১.৫ মেগাবাইটের সফটওয়্যারের মাধ্যমে ইচ্ছেমতো আকর্ষণীয় রূপ দিতে পারেন আপনার কম্পিউটারের ফোল্ডারগুলোয়। সফটওয়্যারটির সাহায্যে নানা ধরনের স্ক্রিন যেমন—উইন্ডোজ এক্সপি, ভিস্তা, ম্যাক ওএস ইত্যাদি পছন্দ করতে পারবেন। এছাড়া নিজস্ব আইকন ও রঙ নির্বাচন করতে পারবেন। এর মাধ্যমে আপনি কালার অনুসারে ক্যাটাগরি নির্বাচন করতে পারবেন। যেমন প্রয়োজনীয় ফোল্ডারের জন্য এক ধরনের কালার আবার ব্যক্তিগত ফোল্ডারের জন্য অন্য কালার ।
ডাউনলোড ঠিকানা :
http://sourceforge.net/projects/icolorfolder/files/iColorFolder/iColorFolder%201.4.2/iCF_142.exe/download



এটা দিয়ে কিবাবে কাজকরে
এটা দিয়ে কিবাবে কাজকরে
Don't use this software, How can use this software ?
Don't use this software. How can use this software ? How can change folder color ?
How can use this software ? How can change the folder color ?