সহজেই গানের প্লে-লিস্ট তৈরী

পছন্দের গানের প্লেলিস্ট তৈরী করা থাকলে এক ক্লিকেই সেই গানগুলো শোনা যায়। তবে প্লেলিস্ট ক্রিয়েটর সফটওয়্যার দ্বারা আরো সহজেই করা যাবে। মাত্র ১.৪ মেগাবাইটের ফ্রিওয়্যার সফটওয়্যারটি www.oddgravity.com থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এই সফটওয়্যারে সকল ফরম্যাটের অডিও গান সহজেই যোগ দেওয়া, বাদ দেওয়া, সাজানো যাবে এবং .pls Ges .m3 ফরম্যাটে সেভ করা যাবে।

0 comments: