আপনার পছন্দের ছবিগুলোতে ইফেক্ট দিয়ে তৈরী করুন ডিভিডি এলবাম :D


আমরা অনেকেই ছবি থেকে ভিডিও তৈরী করতে পছন্দ করি ।তবে এই কাজ করতে অনেক ঝামেলাও আছে ।প্রতিটা ছবি জোড়া লাগানো এবং ইফেক্ট করাটা কষ্টসাধ্য ।  ‘ডিভিডি এ্যালবাম ক্রিয়েটর’ দ্বারা সহজ্ই ছবি থেকে ডিভিডি বানাতে পারেন । ডিভিডির ছবির মান ভিসিডির চেয়ে অনেক ভাল। সফটওয়্যারটিতে চ্যাপটার হিসাবে অনেক ছবি (ইচ্ছামত) যুক্ত করা যায় এবং ইফেক্টস র্যানডম হিসাবে সেট করা যায়।ডিভিডির নানা ফিচার তৈরী করা যায় । যেমন, মেনু, সাবটাইটেল ইত্যাদি তৈরী করা যায়।  প্রফেশনালদের মত ডিভিডি ভিডিও পাওয়া যাবে এই সফটওয়্যার দ্বারা। সফটওয়্যারটিতে JPG, BMP, GIF, PNG, TIF, PSD, ICO, TIFF, FAX, G3N, G3F, JPE, PCX, DIB, RLE, CUR, WMF, EMF, TGA, TARGA, VDA, ICB, VST, PIX, PXM, PPM, PGM, PBM, JP2, J2K, JPC, J2C ফরম্যাটের ছবি এবং MP3, WAV, WMA, AC3, Audio CD (CDDA), MPEG Audio (MPA), MP2, OGG ফরম্যাটের অডিও সমর্থন করে। সফটওয়্যারটি   ডাউনলোড করতে নিচের লিংকে ক্লীক করুন-

-DOWNLOAD DVD ALBUM CREATOR-

0 comments: