আপনার সাইট/ব্লগে দেখা যাবে ক্রিকেট ম্যাচের লাইভ স্কোরবোর্ড !

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আমাদের অনেকের নিজস্ব ব্লগ/সাইট রয়েছে।বিশেষ করে আমরা ব্লগে নানা রকম গ্যাজেট ব্যবহার করি।
কেমন হত যদি আপনার ব্লগে চলতি ক্রিকেট ম্যাচের স্কোর দেখা যেত ? ক্রিকেটপ্রেমী ভিজিটররা নিশ্চই আসতো । তাহলে ক্রিকেটপ্রেমীদের কথা ভেবে www.vcricket.com সাইটে যান।

এই পেজের  Put Live Cricket Score Card for your Website / Blog এ ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। পেজের নিচে নানা সাইজের স্কোরবোর্ডের তালিকা  আপনি Preview অপশনে ক্লিক করে মনের মত সাজিয়ে নিন। এখন Get Code অপশনে ক্লিক করুন অথবা www.vcricket.com/get_syndicated_scorecard_code.aspx  ঠিকানাতে যান।এখন সবার উপরে Developer key অংশে যেকোন একটা  key ইচ্ছেমতো দিন অথবা get it from here অপশনে ক্লিক করুন এবq Domain Name/ URL অপশনে  আপনার ব্লগ/সাইটের ঠিকানা লিখে Add অপশনে ক্লিক করে প্রাপ্ত কোডটি কপি  পেস্ট করুন।এরপর স্কোরবোর্ডের ধরন সিলেক্ট এবং All teams সিলেক্ট করে ন Generate the code বাটনে ক্লিক করুন।তাহলে একটি কোড পাবেন ।ঐ কোডটি আপনার সাইটে/ব্লগে গ্যাজেট হিসাবে ব্যবহার করতে পারবেন।
ভাল্র থাকুন ,সুস্থ থাকুন।নিজে জানুন,অন্যকে জানান।
আল্লাহ হাফেজ ।

0 comments: