মোবাইলে ফ্রি এসএমএসের মাধ্যমে পাবেন গুগল প্লাসের নোটিফিকেশন

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
ফেসবুকের নতুন প্রতিদ্বন্দী গুগল প্লাস।ধীরে ধীরে গুগল প্লাসের ব্যবহারকারী বাড়ছে ।ফেসবুকের নোটিফিকেশন মোবাইলে পাওয়া যায়। ইচ্ছে করলে গুগল প্লাসের নোটিফিকেশনও মোবাইলে এসএমএসের মাধ্যমে পেতে পারেন ।এজণ্য গুগল কতৃক আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই থাকতে হবে ।গুগলে মোবাইল ভেরিফাই করার নিয়ম জানতে  দৈনিক প্রথম আলোতে প্রকাশিত আমার এই লেখাটি পড়ে নিন-
                জিমেইলের নিরাপত্তা বৃদ্ধি করুন,প্রথম আলো- ৫ সেপ্টেম্বর ২০১১
মোবাইল ভেরিফাই করার পর গুগলপ্লাসে লগইন করুন ।এবার option> Google+ Settings ট্যাবে ক্লীক করে বা পশের Google+ ট্যাব থেকে Set delivery preferences অপশনে যান এবং sms নির্বাচন করুন

কি কি ধরনের নোটিফিকেশন মোবাইলে পেতে চান তা Receive notifications  থেকে ঠিক করুন ।
এরপর থেকে গুগল প্লাসের নোটিফিকেশন আপনার মোবাইলে চলে আসবে ।এর জন্য এসএমএসের কোন চার্জ কাটা হবে না ।এটি সম্পূর্ন ফ্রী ।

ভাল্র থাকুন ,সুস্থ থাকুন।নিজে জানুন,অন্যকে জানান।
আল্লাহ হাফেজ

0 comments: