ইন্টারনেটে নানা তথ্য/ফাইল খোজার জন্য আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়ে থাকি। ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ইচ্ছে করলে ব্রাউজারের অ্যাড্রেসবার থেকেই সরাসরি গুগল,ইউটিউব,উইকিপিডিয়া,আমাজন ইত্যাদি সাইটের ফাইল খোজার সুবিধা নিতে পারেন।এরজন্য আপনার লাগবে ’ ইনস্ট্যান্ট ফক্স’ নামের একটি অ্যাডঅন প্রোগ্রাম।অ্যাডঅনটি
https://addons.mozilla.org/en-US/firefox/addon/instantfox/
ঠিকানা থেকে নামিয়ে নিন।এরপর ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এখন আপনি ব্রাউজারের অ্যাড্রেসবার থেকেই গুগল,ইউটিউব,উইকিপিডিয়া,আমাজন ইত্যাদি সাইটের ফাইল খুজতে পারবেন।যে সাইটের ফাইল খুজবেন সেই সাইটের প্রথম অক্ষর লিখে যা খুজছেন তার নাম লিখুন(ইউটিউবের প্রথম অক্ষর Y,আমাজনের A,উইকিপিডিয়া W ।যেমন আপনি বাংলাদেশের বিভিন্ন ব্লগ খুজছেন,তাহলে অ্যাড্রেসবারে Bangla Blog লিখে ইন্টার চাপুন।তাহলে গুগল সার্চ ইঞ্জিন আপনার কাংখিত তথ্য খুজে এনে দেবে।অথবা মনে করুন ,আপনি ইউটিউবে বাংলা গান খুজছেন,তাহলে অ্যাড্রেসবারে Y Bangla Songs লিখে ইন্টার চাপুন।এভাবে আপনি ইন্টারনেটে ফাইল/তথ্য খোজার সুবিধা সহজ করে নিতে পারবেন।
0 comments:
Post a Comment