পছন্দের প্রোগ্রাম দ্রুত চালু করার জন্য ডেস্কটপে পছন্দের প্রোগ্রামটির একটি শর্টকাট তৈরি করুন। শর্টকাট তৈরির ক্ষেত্রে টাস্কবারের start menu থেকে প্রোগ্রামটির ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে Desktop (create shortcut) এ ক্লিক করলে ডেস্কটপে প্রোগ্রামটির একটি শর্টকাট তৈরি হয়ে যাবে। এবার ডেস্কটপে তৈরিকৃত আপনার পছন্দের প্রোগ্রামটির শর্টকাট আইকনের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties-এ যান। এখানে দেখা যাবে shortcut শবু এর জায়গায় হড়হব দেয়া আছে। হড়হব-এর ওপর মাউসের কার্সর রেখে যে কোনো অক্ষর চাপুন। যেমন : “ই” চাপলে দেখা যাবে Ctrl+Alt+B। এবার ok দিন।
এবার কিবোর্ড থেকে Ctrl+Alt+B চাপলে, দেখবেন আপনার পছন্দের প্রোগ্রামটি চালু হয়ে গেছে।
0 comments:
Post a Comment