পছন্দের প্রোগ্রাম দ্রুত চালু করুন

পছন্দের প্রোগ্রাম দ্রুত চালু করার জন্য ডেস্কটপে পছন্দের প্রোগ্রামটির একটি শর্টকাট তৈরি করুন। শর্টকাট তৈরির ক্ষেত্রে টাস্কবারের start menu থেকে প্রোগ্রামটির ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে Desktop (create shortcut) এ ক্লিক করলে ডেস্কটপে প্রোগ্রামটির একটি শর্টকাট তৈরি হয়ে যাবে। এবার ডেস্কটপে তৈরিকৃত আপনার পছন্দের প্রোগ্রামটির শর্টকাট আইকনের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties-এ যান। এখানে দেখা যাবে shortcut শবু এর জায়গায় হড়হব দেয়া আছে। হড়হব-এর ওপর মাউসের কার্সর রেখে যে কোনো অক্ষর চাপুন। যেমন : “ই” চাপলে দেখা যাবে Ctrl+Alt+B। এবার ok দিন।
এবার কিবোর্ড থেকে Ctrl+Alt+B চাপলে, দেখবেন আপনার পছন্দের প্রোগ্রামটি চালু হয়ে গেছে।

0 comments: