পরম করুনাময় আল্লাহতায়ালার নামে শুরু করছি।
আশা করি আল্লাহর অশেষ দয়ায় সকলে ভালো আছেন।
ফোল্ডার অপশনে ভাইরাস আক্রান্ত হওয়া একটি কমন সমস্যা।হাইড ফাইলগুলো অনেক সময় ভাইরাসের কারনে শো করা যায় না।আবার সময় ফাইল হাইড করলেও শো হয়ে থাকে ।ফোল্ডার অপশনে সমস্যা হলে এরকম সমস্যায় পড়তে হয় ।আপনি যদি এরকম সমস্যায় পড়ে থাকেন বা পড়ার আশংকা করেন তাহলে http://www.mediafire.com/?jmnh3nyghyi ঠিকানা থেকে মাত্র ৭৭৫ বাইটের FOLDER OPTION ENABLE নামের ছোট্ট ফাইলটি নামিয়ে নিন।ফাইলটি দুই ক্লীক দিয়ে চালু করুন ।যেকোন একটি কি চাপুন এবং পিসি রিস্র্স্টাট দিন।এখন দেখুন ফোল্ডার অপশনে আর কোন সমস্যা নেই।
যদি লেখাটি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট দিবেন।
thanks, write how i can install any kind of windows to give pendrive please tell
আপনাকে অনেক ধন্যবাদ এই প্রয়োজনীয় টিপস্ দেয়ার জন্য।