সাবধান! ফেসবুকে বিকিনি পরা নারীর ছবির আড়ালে লুকিয়ে আছে কঠিন ভাইরাস!!!

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে নতুন একটি ভাইরাসের শিকার হচ্ছেন এর লাখ লাখ ব্যবহারকারী। জানা গেছে, সমুদ্র সৈকতে বিকিনি পরা নারীর ছবি দিয়ে বানানো একটি স্লাইড শো’র মাধ্যমেই ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ফেসবুকে নতুন এই ভাইরাস সংক্রমণের তথ্য জানিয়েছে সফটওয়্যার সিকিউরিটি ফার্ম ‘সোফোস’। খবর ফক্স নিউজের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ভাইরাসটি ছড়াচ্ছে ব্যবহারকারীর ওয়াল পেজের একটি ভিডিওচিত্রের বিজ্ঞাপনের মাধ্যমে। বিজ্ঞাপনটিতে দেখানো হচ্ছে সমুদ্র সৈকতে বিকিনি পরা এক নারীর ছবি। এ ছবিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটি অ্যাপ্লিকেশন পেজ খুলে যায়, যা ব্যবহারকারীকে একটি প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করতে বলে। আর এই ‘প্রয়োজনীয়’ ফাইলটির আদলের আসলে ডাউনলোড হয় ভাইরাস। পাশাপাশি, ভাইরাস এই বিজ্ঞাপনটিকে ব্যাবহারকারীর নামে তার সব ফেসবুক বন্ধুর ওয়াল পেজে পাঠিয়ে দেয়।
সোফোস-এর সিনিয়র টেকনোলজি কনসালটেন্ট গ্রাহাম ক্লুয়ি বলেছেন, ’প্রথমে খুব হাস্যকর মনে হলেও পুরো ব্যাপারটি কিন্তু মোটেও হাসির ব্যাপার নয়। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের বন্ধুর কাছ থেকে এ ধরনের চটকদার ও হাস্যরসাত্মক লিংক পেয়ে অভ্যস্ত, তারা হয়ত একবারো চিন্তা না করেই লিংকটিতে ক্লিক করবেন। কিন্তু এই ছোট্ট একটি ভূল সিদ্ধান্তই পুরো সাইটটি ও এর ব্যাবহারকারীর জন্য বড় ধরনের ক্ষতি করতে পারে।
সাইবার ক্রিমিনালদের এ আক্রমণ বেছে বেছে সপ্তাহ শেষে ছুটির দিনেই ঘটে। সাইবার ক্রিমিনালদের উদ্দেশ্যে ক্লুয়ি বলেছেন, ’ওরা কি মনে করে ছুটির দিনে এ্যান্টি ভাইরাস গবেষক ও ফেসবুকের নিরাপত্তা বাহিনীর মানুষজন নাকে তেল দিয়ে ঘুমিয়ে কাটায়?’
উল্লেখ্য, এই ভাইরাস আক্রমণের শিকার ব্যবহারকারীদের তাদের ফেসবুক অ্যাকাউন্টের ওয়াল পেজ থেকে বিজ্ঞাপনটি মুছে ফেলে পাসওয়ার্ড বদলে ফেলার এবং পুরো কম্পিউটারটি একটি আপডেটেট এ্যান্টি ভাইরাস দিয়ে স্ক্যান করার পরামর্শ দিয়েছেন ক্লুয়ি।
ধারণা করা হচ্ছে, এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়া ‘সেক্সিয়েস্ট ভিডিও এভার’ প্রতারণারই একটি অংশ।ঐ ভিডিওর বিষয়ে আগেই জানতাম।কিন্তু ছবির স্লাইড শোর বিষয়ে জানতাম না।তাই খবরটি শেয়ার করলাম আপনাদের সাথে।প্রতিক্রিয়া জানাবেন।ধন্যবাদ।
তথ্যসূত্র:বিডিনিউজ24

0 comments: