ভিএলসি প্লেয়ারে বাংলা সাবটাইটেল দেখার সহজ সমাধান

এই পর্ব কোন ছবির বাংলা সাবটাইটেল উপহার দেবো না ।
বরং বাংলা সাবটাইটেল বিষয়ক একটা কমন সমস্যার সহজ সমাধান দেবো ।
আপনারা সবাই জানেন যে ভিএলসি প্লেয়ারে বাংলা সাবটাইটেল সাপোর্ট করে না ।
যার ফলে ভিএলসিতে বাংলা সাবটাইটেল এরকম উদ্ভট দেখা যায়-

Screenshot_1

আজ এই কঠিন সমস্যাটির একটা সহজ সমাধান দেবো ।

ভিএলসি আমাদের অনেকেরই প্রিয় প্লেয়ার ।আর আমাদের অনেকেরই প্রিয় প্লেয়ার ছাড়া অন্য প্লেয়ার ব্যবহার করতে ইচ্ছে হয় না ।তাই তাদের জন্য আজ জানিয়ে দিচ্ছি কি করে আপনার প্রিয় এই প্লেয়ারে বাংলা সাবটাইটেল দেখবেন ।

প্রথমে  এই সফটওয়্যারটি নামিয়ে নিন ।এটি পোর্টেবল সফট ।তাই ইনস্টলের ঝামেলা নেই :)

download

সফটওয়্যারটি ওপেন করে আপনার কাংখিত ছবির সাবটাইটেল তাতে প্রবেশ করান ।ঠিক এভাবে-

Screenshot_2
Screenshot_3

এরপর উপরে Save subtitle as অপশনে গিয়ে সাবটাইটেলটি কাংখিত স্থানে সেভ করুন ।ঠিক এইভাবে-

Screenshot_4

Screenshot_5

এখন আপনার সেভ করা সাবটাইটেলটি আর কাংখিত মুভিটি একই ফোল্ডারে রাখুন ।তারপর ভিএলসি প্লেয়ারে মুভিটি প্লে করে দেখুন ।এমনই ঝকঝকে বাংলা দেখতে পারবেন :)

Screenshot_8
Screenshot_9

মুভি যে নামে আছে সাবটাইটেলটি সেই একই নামে সেম ফোল্ডারে রাখবেন ।যেমন দেখুন আমি মোহাব্বতে ছবিটি যেভাবে একই ফোল্ডারে রেখেছি -

Screenshot_6

আশা করি এরপর আর আপনার ভিএলসিতে বাংলা সাবটাইটেল দেখতে সমস্যা হবে না :)

0 comments: