আশা করি সবাই বেশ ভালোই আছেন । বাংলা সাবটাইটেল বিষয়ক ধারাবাহিক পোস্টের ২২ তম পর্ব নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হলাম ।
আজকের বাংলা সাবটাইটেলটি তৈরী করেছেন আমার বন্ধু নীল মানব ভাই ।তাই যা ধন্যবাদ দেয়ার তাকেই দেবেন ।ডাওনলোড করার সময় গুড রেটিং দিতে ভুলবেন না ।
ক্রিস্টোফার নোলানের বিখ্যাত মুভি “ইনসেপশন” দেখেছেন হয়ত অনেকেই,অনেকে হয়ত বন্ধুদের কাছ থেকে শুনেছেন এর দুর্বোধ্য কাহিনি। মুভিটা অনেকেই দেখছেন আর বেশীর ভাগ মানুষ একি কথা বলেছে বুঝতে পারিনি কিংবা কষ্ট হইছে বুঝতে । যারা মুভিটা এখনো দেখেননি অথবা যারা দেখেও বুঝতে পারেননি তাদের জন্য নিয়ে এলাম ইনসেপশন এর বাংলা সবটাইটেল … হু আমার করা এই সাবে মুভির শুরুর দিকে আপনাকে কিছু ধারণা দিয়ে দেওয়া হবে যাতে মুভিটি বুঝতে আপনার সুবিধা হয়। স্ক্রিন পজ করে করে পড়ে নিবেন কথা গুলো এর পর মূল কাহিনীতে প্রবেশ করলে আপনার মুভিটা বুঝতে কোন রকম অসুবিধা হবে বলে অন্তত আমার মনে হয় না ! তাহলে আর দেরি কেন ? এখুনি দেখে ফেলুন ক্রিস্টোফার নোলানের ইনসেপশন সম্পূর্ণ নিজের ভাষায়। আর আপনার কাছে যদি মুভিটা আগেই থেকে থাকে, মুভিটা ৭২০পি/১০৮০পি কোন ফ্যাক্ট না যদি এর ফ্রেম রেট 23.976 হয় তাহলে এই সাব দিয়ে মুভিটা দেখে ফেলুন । আর মুভিটা সংরক্ষণে না থাকলে চিন্তা কারন নেই দিয়ে দিচ্ছি ডাউনলোড লিংকঃ
0 comments:
Post a Comment