আমরা কমবেশী সবাই মোবাইলে নেট ইউজ করি এবং বেশীরভাগই মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ওপেরা মিনির আশ্রয় নিই ।অনেক সময় অপেরার উপরও বিরক্ত লাগে ,আবার একঘেয়েমিও লাগে ।অনেক সময় দেখা যায় অপেরাতে একটা পেজ লোড হতেও অনেক সময় নেয় ।আবার দেখা যায় অপেরার কিছু কিছু ভার্সন অনেক মোবাইলে চলে না ।
এই সব কথা বিবেচনা করে আজ আমি আপনাদের মোবাইলের জন্য অন্যরকম একটি ব্রাউজারের সাথে পরিচয় করিয়ে দেবো ।ব্রাউজারটির নাম qq browser , হয়ত অনেকেই এটি ব্যবহার করছেন বা চেনেন ।কিন্তু যারা এখনো ব্যবহার করেননি তারা সত্যিই মিস করছেন অনেক কিছু ।যারা এখনো ব্যবহার করেননি তাদের জন্যই আমার এই পোস্ট ।
এই ব্রাউজারে পারফরমেন্স অপেরার চেয়ে কোন অংশে কম নয় ।আমি তো এটাতেই ফেসবুক ইউজ করেই মজা পাই ।খুব দ্রুত পেজ লোড হয় ।যেকোন টেক্সট কপি করা যায় সহজেই ।ফেসবুকের অনেক অপশন অপেরার কিছু কিছু ভার্সনে শো করে না বা কাজ করে না ।কিন্তু এটাতে ফেসবুকের সব কিছুই ইজি ব্যবহার করা যায় ।
http://handheld.softpedia.com/get/Internet-Utilities/Browsers/QQ-Browser-121502.shtml
ভাল্র থাকুন ,সুস্থ থাকুন।নিজে জানুন,অন্যকে জানান।
আল্লাহ হাফেজ ।



0 comments:
Post a Comment