প্রিয় বন্ধুরা ,আপনারা বিভিন্ন সময় কম্পিউটার/মোবাইল বিষয়ক বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে বিভিন্নভাবে জানিয়ে থাকেন।তাই আপনাদের আজকে নিয়ে যাবো সেখানে ...যেখানে গেলে আপনি সমস্যা সমাধান পাবেন বলে আমরা আশাবাদী ।
ফেসবুকে আপনাদের সরাসরি সাহায্য করার জন্য আমাদের পিসি হেলপলাইন নামে একটি গ্রুপ রয়েছে ।
কম্পিউটার/মোবাইল তথা আইটি বিষয়ক যাবতীয় সমস্যা নিয়ে যাতে আপনারা সাহায্য পেতে পারেন সেজন্য এই গ্রুপটি তৈরী করা হয়েছিলো ।দীর্ঘদিন যাবত গ্রুপটি কাজ করছে ।এটি বাংলাদেশে সর্ববৃহত আইটি বিষয়ক গ্রুপ ।এই গ্রুপটিতে যাতে সবাই জয়েন করে এবং সবাই একে অপরকে হেলপ করে আমরা সেরকম পরিবেশ এই গ্রুপে তৈরি করার চেষ্টা করেছি ।দেশের জাতীয় দৈনিকেও ইতিপূর্বে গ্রুপটির কথা লেখা হয়েছে : http://www.prothom-alo.com/detail/date/2010-09-30/news/97465
এরপরে এই গ্রুপকে অনুসরন করে বাংলাদেশে অনেক আইটি গ্রুপ হয়েছে।আমরা সবাইকে স্বাগত জানাই এবং আশা করি ফেসবুকে সবাই যার যার অবস্থানে থেকে মানুষকে হেলপ করার জন্য চেষ্টা করবে।
নিস্বার্থভাবে সাহায্য করার জন্যই আমরা দীর্ঘদিন যাবত ফেসবুকের এই গ্রুপটি আপনাদের জন্য চালু রেখেছি ।
পিসি হেলপলাইন গ্রুপে আপনি আপনার আইটি বিষয়ক যেকোন সমস্যার কথা লিখে জানান ।আপনার সমস্যাটির সমাধান যদি গ্রুপের কারো জানা থাকে তাহলে নিশ্চই হেলপ করবে ।অন্য কারো সমস্যার সমাধান যদি আপনি জেনে থাকেন তাহলে আশা করি আপনিও হেলপ করবেন ।এইভাবেই একে অপরকে হেলপ করতে করতে গ্রুপটির সদস্য সংখ্যা আজ ১৫+ হাজার ।
তাই আইটি বিষয়ক যেকোন সমস্যার কথা লিখে জানান ফেসবুকের পিসি হেলপলাইন গ্রুপে।
গ্রুপের লিংক : www.facebook.com/groups/pchelpline/
গ্রুপের লিংকে গিয়ে Ask Join Option-এ ক্লীক করুন ।
তাহলেই কিছু সময়ের মধ্যে আপনাকে গ্রুপে এড করা হবে ।
আসুন একে অপরকে হেলপ করি ।
[] নিজে জানুন , অন্যকে জানান []





0 comments:
Post a Comment