উইন্ডোজ ৮ : গ্রাফিক্স কার্ড ইনস্টল না হলে যা করবেন

আশা করি সবাই ভালো আছেন ।আমার আজকের টিপসটি উইন্ডোজ ৮ ব্যবহারকারীদের জন্য ।
 Fake_Windows_8_Start
নতুন নতুন যারা উইন্ডোজ ইনস্টল করেছেন তাদের একটি কমন সমস্যা হলো- গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল হয় না !
আসুন এর সহজ সমাধান করি ।

প্রথমে ডেস্কটপে রাইট ক্লীক করে Parsonalize এ যান
 Screenshot_1
তারপর Display
 Screenshot_2
তারপর Change Display Settings
 Screenshot_3
তারপর Advance Settings
 Screenshot_4
তারপর Propertise
 Screenshot_5
তারপর Driver এ গিয়ে Update Driver
 Screenshot_6
তারপর Search Automatilly…
 Screenshot_7
তারপর আর কিছু করতে হবে না ।
চুপচাপ বসে থাকেন ।গ্রাফিক্স কার্ড অটোমেটিক ইনস্টল হয়ে যাবে ইনশাল্লাহ ।
আর হ্যা, এই কাজটি করার আগে নেট কানেকশন লাগিয়ে নিবেন ।
কারন নেট থেকেই তো গ্রাফিক্স কার্ড নামবে ।

আজ এ পর্যন্ত ।সবাই ভালো থাকুন ।

নিজে জানুন ,অন্যকে জানান ।

আল্লাহ হাফেজ ।

0 comments: