আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ।আজকে আমি সবার স্পীড ডাবল করে দেবো :D
ভাবছেন কিসের স্পীড বাড়াবো ? ব্রাউজারের,ডাওনলোডের, কপি-পেস্টের…..মন যা চায় তাই !
অর্থাত আপনার যেটা খুশী সেটারই গতি বাড়িয়ে নিতে পারবেন ।কথা কম ।কাজ বেশী ।তাই আগে
সফটওয়্যারটি নামিয়েছেন তো ? সাইজ মাত্র ৭ এমবি । এবার ইনস্টল করে ওপেন করুন ।তারপর মনে করুন আপনি ফায়ারফক্সের গতি বাড়াবেন,তাহলে-
প্রসেস ওপেন করার জন্য যেতে হবে ।
আপনি
যেটির স্পীড বাড়াতে চান সেটির প্রসেস দেখিয়ে(যেমন :
আইডিএম,টেরাকপি,ফায়ারফক্স ইত্যাদি )।আমি এখানে ছবিতে ফায়ারফক্সের
প্রসেসটি সিলেক্ট করলাম ।
তারপর ঠিক এইভাবে ছবিতে দেখানো কনফিগারেশন করে Apply চাপুন ।এখন দেখুন ফায়ারফক্স কেমন চরকির মত ঘুরছে !!!
আগের চেয়ে কিছুটা হলেও গতি বাড়বে ।বিশেষ করে আইডিএমে ভালো কাজ দেবে ইনশাল্লাহ ।
এই
সফটওয়্যারটির কাজই আসলে পিসির চলতি প্রোগ্রামের প্রসেসের গতিকে বাড়িয়ে
দেয়া ।তাই যখন কাজটি করবেন তখন অবশ্যই আপনার কাংখিত প্রোগ্রামটি চালু করে
নিবেন আগে ।
এটি দিয়ে আপনি যেকোন গেমও হ্যাক করতে পারবেন ।আসুন দেখি কিভাবে গেম হ্যাক করা যায় ।
এখানে আমি এই গেমটি হ্যাক করার জন্য নিলাম
গেমটির প্রসেস ওপেন করলাম ।
গেমটিতে শুরুতে পয়েন্ট/এনার্জি থাকে ২৫ ।
এই যে দেখুন ।ফাস্ট স্ক্যান করলাম ।
তারপর-
তারপর-
তারপর-
সবশেষে দেখুন -
মাথা ঘুরে যাওয়ার অবস্থা ! এভাবে মাথা খাটিয়ে অনেক গেমই হ্যাক করতে পারবেন ।
আজ এ পর্যন্তই ।ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না ।সবাই পড়েন ।কিন্তু কমেন্ট করে মতামত জানাতে কিপটামি করেন অধিকাংশ পাঠক ।
নিজে জানুন অন্যকে জানান ।
আল্লাহ হাফেজ ।
0 comments:
Post a Comment