কিভাবে বুঝবেন কোনটি ভাল প্রিন্টের মুভি ?

আমরা বেশিরভাগ মানুষই মুভি খোর। পুরোপুরি পাগল না হলেও অনেক মানুষই মুভি দেখতে ভালবাসেন। আর আমরা এসব মুভি ইন্টারনেট থেকে মাংনায় ডাউলোড করি। কিন্তু ডাউনলোডের সময় আমরা সবাই দেখেছি মুভির শেষে PDVDRip, BRRip, TS ইত্যাদি লেখা থাকে। আমাদের অনেকেরই এসব সম্পর্কে জ্ঞান নেই। তাহলে আসুন একটু জেনে নেয়া যাক। আমার এই ছোট্ট প্রয়াস হয়ত আপনাদেরকে ভবিষ্যতে আরো ভালভাবে মুভি ডাউনলোড দিতে সাহায্য করবে। মূলত মুভির শেষে যে লেখাগুলো থাকে তা রিপিং (Ripping) স্টাইল চিহ্নিত করে।
  • WorkPrint (WP)
এ রিপ দিয়ে ডাউনলোড দেবেন না। এই রিপগুলোতে সিনেমা রিলিজ হওয়ার আগেই বের হয়। এসব কে চোরাই রিপ না বললেও চলে, কেননা ইন্ডাস্ট্রি নিজ স্বার্থে এটি ব্যবহার করে। এ ক্ষেত্রে অনেক সিন নাও থাকতে পারে, সাউন্ড না থাকতে পারে। একে আমরা অনেকটা Movie Trailer এর সাথে তুলনা করতে পারি।
  • TV Rip
টিভি হল বর্তমানে আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম। অনেকের কম্পিউটারে টিভি কার্ড লাগানো থাকে এবং তা দিয়েই আমরা পিসিতে টিভি দেখতে পারে। কিছু উন্নতমানের কার্ড হলে সরাসরি টিভি থেকেই রেকর্ড সম্ভব হয়। তবে কোয়ালিটি কেমন হবে তা নির্ভর করে আপনার টিভি স্ক্রিন কত পরিষ্কার এবং চ্যানেল কত স্বচ্ছ। Television থেকে যেসব রিপিং করে ইন্টারনেটে ছাড়া হয় সেগুলোই হল টিভি রিপ।

  • CAM Rip
মুভি যখন প্রথম রিলিজ হয় তখন এই রিপের ফাইলগুলো ইন্টারনেটে ছাড়া হয়। দেখেই বোঝা যায়, এটি হল Cam অর্থাৎ ক্যামেরা দ্বারা রিপ করা।
সিনেমা হলের প্রিন্টই হল ক্যাম রিপ যাকে আমরা বলে থাকি Hall Print. এ ধরনের রিপের কোয়ালিটি নিম্নমানের হয়। একটি পাওয়ারফুল ক্যামেরা দিয়ে হলে বসেই স্ক্রিন ভিডিও করা হয়। সাউন্ড নেয়া হয় ক্যামেরার সাথের স্পিকার দিয়ে অথবা হলের স্পিকারের লাইন থেকে। অনেক ক্ষেত্রেই হাঁত কাপার কারনে স্ক্রিনও কেঁপে যায়, আবার সামনে দিয়ে যদি কোন লোক হেঁটে যায় তবে তাকেও দেখা যায়। বসার জায়গা সঠিক না হলে রিপিং এর সময় স্ক্রিনের চারদিকের বর্ডারটি স্পষ্ট হয়ে ওঠে (অর্থাৎ সিনেমা হলের পর্দার বর্ডার)। আবার অনেক সময় একটি কোনা থেকে বসে রেকর্ড করলে সিনেমা অনেকটা বাকা বলে মনে হয়।
আমাদের এই উপমহাদেশে যে সকল Cam Rip হয় সেগুলো খুব নিম্নমানের। তবে পশ্চিমা দেশের হলের পর্দা স্পষ্ট এবং সেখানে রিপিং সম্পর্কিত প্রতিভা ভাল হওয়ায় সেখানকার ক্যাম রিপ একটু ভাল কোয়ালিটির হয়।

  • TS Rip
TS এর সম্পূর্ণ অর্থ হল Tele Sync। এটি প্রায় CAM রিপ এর মতই। তবে মূল পার্থক্য হল – একটি এক্সটার্নাল সোর্স থেকে অডিও সরবরাহ করা হয়। যদি ডাইরেক্ট সাউন্ড সিস্টেম থাকত, তাহলে দর্শকদের মুখের কথা শোনা যেত। আবার কমেডি সিনেমা হলে হো হো করে হাসির শব্দ শুনলেও অবাক হওয়ার কিছু ছিল না। এক্সটার্নাল সোর্স থেকে সাউন্ড সংগ্রহ করায় এর সাউন্ড এর মান ভালো হলেও , পিকচার কোয়ালিটি CAM এর মতই , কিছু কিছু ক্ষেত্রে কিছুটা ভালো হয়।
  • SCR Rip
পুরো অর্থ Screener। অনেক মুভির প্রচারের জন্য VHS Tape বিভিন্ন দোকানে পাঠানো হয়। এসবের মূল বৈশিষ্ট্য হল, স্ক্রিনে শুরুতে কোম্পানির নাম এবং কপিরাইট সম্পর্কিত টেক্সট ভাসতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এসকল টেক্সট পুরো সিনেমার সময় ধরে এক কোনায় ভাসতে থাকে। এসকল Tape থেকে যে সকল রিপ করে ইন্টারনেটে ছাড়া হয় সেগুলো SCR Rip নামে উল্লেখ করা হয়।
এসকল ছবির মান কেমন হবে তা নির্ভর করবে এনকোডারের আর টেপের উপর। যদি সরঞ্জমাদি ভাল হয় তবে কোয়ালিটিও ভাল হতে বাধ্য।
  • DVD SCR
এটি হল Screener এর মামাত ভাই। পার্থক্য হল, VHS Tape এর বদলে DVD থেকে এর রিপিং করা হয়। তবে খুশি হয়ে লাভ নেই, এতেও বিশেষ ধরনের টেক্সট ভাসতে থাকে। বরং এখানে টেক্সট যদি মাঝখানেও ভাসে তাহলে করার কিছু নেই।
  • TC Rip
TC এর সম্পূর্ণ অর্থ হল TeleCine। এটি শুধু আমাদের দেশে নয়, প্রায় সব দেশেই একেবারে Uncommon. কারনটি একটু পরে বলছি।
TC রিপ এ সিনেমার রিল (Reel) থেকে সরাসরি সিনেমা কপি করা হয়, এরপর ডিস্ক থেকে রিপ করে ইন্টারনেটে ছাড়া হয়। সাউন্ড কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি অত্যন্ত উন্নতমানের হয়। কিন্তু এ রিপিং পদ্ধতিতে খরচ বেশি হওয়ায় এটি অনেকটাই আন-কমন।
  • PDVD Rip
এর পুরো অর্থ সম্পর্কে ইন্টারনেটে মতভেদ আছে। কেউ বলেন এর অর্থ Pre DVD Rip আবার কেউ বলেন Pirated DVD Rip. তবে যেটাই হোক না কেন, এটা কিন্তু এই আমাদের এশিয়া মহাদেশ সম্পর্কিত। প্রি ডিভিডি রিপ বলতে বুঝায় সিনেমার অফিশিয়াল রিলিজ হওয়ার আগেই যে রিপ করে সিনেমা ইন্টারনেটে রিলিজ করা হয়। আর এসব ডিস্ক সাধারনত সিলভার ডিস্ক হয় যা কিন্তু সস্তা।
আমরা বাজারে যেগুলো কিনি সেগুলোর বেশিরভাগই PDVD রিপ।
  • DVD Rip
এটি হল PDVD এর যমজ ভাই। একই জিনিস। এটি সরাসরি DVD থেকে রিপিং করে Xvid/DivX (ইনকোডিং ফরম্যাট) ইনকোডিং ফরম্যাটে এনে ইন্টারনেটে রিলিজ করা হয়। এটি হল ফাইনালি রিলিজড ডিভিডির রিপ। কোয়ালিটি বেশিরভাগ ক্ষেত্রেই ভাল হয়।
মূলত মুভি TVRip হয় না। কোন টেলিফিল্ম, নাটক ইত্যাদি TVRip হয়ে থাকে। আমাদের দেশে এর প্রচলন কম কেননা আমাদের দেশের লোকাল ক্যাবল নেটওয়ার্কের কোয়ালিটি ভাল নয়।
  • BRRip OR BDRip
Blue Ray Disk এর নাম আপনারা সবাই শুনেছেন। এগুলো ডিস্কের দাম অনেক বেশি এবং আমাদের দেশে পাওয়া যায় কিনা সে সম্পর্কে আমি বলতে পারব না। Blue Ray ডিস্ক থেকে রিপিং করে যে সব ইন্টারেনেটে ছাড়া হয় সেগুলোই হল BR অথবা BD রিপ। এগুলোর কোয়ালিটি খুবই ভাল, দেখতে পুরোপুরি পরিষ্কার। একে আমরা Original Master Print বলতে পারি।
এগুলোর ভিডিও কোয়ালিটি ৭২০-১০৮০ পিক্সেল পর্যন্ত হয়ে থাকে। নিম্নে BDRip এবং BRRip এর পার্থক্য দেয়া হলঃ
BDRip: এই রিপ Xvid এনকোডিং এর মাধ্যমে সরাসরি ব্লু রে ডিস্ক থেকে রিপিং করা হয়।
BRRip: ইতোমধ্যে ফাইল আকারে রিলিজ হয়েছে, এরকম অংশ থেকে আবার নতুন ভাবে ইনকোডিং এর সাহায্যে রিপ করাকে BRRip বলে।
বিঃদ্রঃ BRRip এবং BDRip – DVDRip থেকে অনেক ভাল। কিন্তু ব্লু-রে ডিস্কের কোয়ালিটি ১০৮০ পিক্সেলের হয়, কিন্তু আমরা যে রিপগুলো দেখে সেগুলো ৭২০ পিক্সেলের হয়। তাই BRRip বা BDRip কে আসল ব্লু-রে কোয়ালিটি বলে ভুল করবেন না।
তাই বলা যায়, TS Rip এর কোয়ালিটি CAM রিপ এর চেয়ে একটু ভাল। তবে কোয়ালিটি বেশি নির্ভর করবে প্রযুক্তির উপর।
স্ক্রিনের Aspect Ratio হয় 4:3
  • R5 Rip
R5 হল একটি বিশেষ ধরনের ডিভিডি ফরম্যাট যা Region 5 হিসেবে রিলিজ হয়। (সূত্রঃ ইন্টারনেট/গুগলিং)। এর জন্ম সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে। ইন্টারনেটের চোরাকারবারিরা R5 Rip রিলিজ করে (অবশ্য এখনো তো তারাই করে)। এসকলের কোয়ালিটি খুবই উন্নতমানের। উল্লেখ্য আমি একটা মুভি ডাউনলোড করেছিলাম R5 রিপের, কোয়ালিটি বলতে পারেন Full HD. (অথচ সাইজ ৪৫০ মেগা)
মূলত, মুভি পাইরেসির সঙ্গে কোম্পানি গুলো পাল্লা দেয়ার জন্য আলাদা ফরম্যাটের ডিভিডি রিলিজ করত। এটি অনেক সময় ডাইরেক্ট টেলিসিন ট্রান্সফার করা হয় ডিভিডির মত আলাদা কোন ইমেজ সম্পাদনা ছাড়াই। এর ফলে যখন PDVD বা DVDSCR রিলিজ হয়, তখনই এই বিশেষ ফরম্যাট রিলিজ হয়। এই বিশেষ ফরম্যাটের সাথে কোয়ালিটির কারনে PDVD বা পাইরেটেড কিছু টিকতে পারে না। এই বিশেষ কোয়ালিটি থেকেও আমাদের পাইরেট ভাইয়ারা রিপ করে থাকে।
*আর এই রিপ হল R5 Rip. R5 রিলিজ অনেক সময় কোন ইংলিশ অডিও ট্রাক ছাড়াই রিলিজ হতে পারে। এর ফলে চোরদের মুভির অফিশিয়াল রিলিজের অডিও ব্যবহার করতে হয় আলাদাভাবে কাট করে
  • কিছু কথা
R5 DVDrip এবং DVDscr RIP হল চোরাই কিন্তু মোটামুটি ভাল প্রিন্ট। এগুলো সেন্সর বোর্ড বা এডিটিং রুম থেকে চুরি হওয়া প্রিন্ট হতে পারে। তবে এগুলোতে ভিডিও কিছুটা কালচে হয় এবং অডিও ভাল থাকে না। তাছাড়া Subtitle ও পাবেন না বা পেলেও কোন মিল পাবেন না ডায়লগের সাথে। সাধারণত মুভি রিলিজের ২-৪ সপ্তাহের মধ্যে এগুলো চলে আসে। বাংলাদেশের বাজারে এগুলোকে অরিজিনাল বলেই ক্রেতাকে ধরিয়ে দেয়া হয়। অনেকে ৯০% প্রিন্ট বলে বিক্রি করে।
  • যদি লেখা থাকে Camrip তাহলে বুঝতে হবে এটা হল প্রিন্ট মানে থিয়েটারে চলার সময় চুরি করে রেকর্ড করা হয়েছে প্রিন্ট ভালো না
  • যদি লেখা থাকে pdvd তাহলে বুঝতে হবে এটা ডিভিডি রিলিজ পাবার আগের ভার্সন মোটামুভি চলে আরকি এছাড়া DVDscr এরও একই অবস্হা
  • সবচেয়ে ভালো প্রিন্ট হলো DVDrip,HDrip,BRrip ইত্যাদি।
এখন প্রশ্ন হল, ডাউনলোড করব কোনটি?
আপনারা ডাউনলোডের জন্য DVDRip, BR/BDRip, HDrip, 720p, 1080p বেছে নেবেন। এগুলোর কোয়ালিটি খুবই ভাল হয় (বেশিরভাগ ক্ষেত্রে)।

বি.দ্র. – তথ্য গুলো, বিভিন্ন ব্লগ থেকে সংগৃহীত।

Read more »

বাংলা সাবটাইটেল : জনসিনা অভিনীত ‘দ্যা মেরিন ‘ দেখুন সর্ম্পূন বাংলায়

635003-b

জনসিনা অনেকেরই প্রিয় রেসলার ।তাকে তো রেসলিংয়ে নিয়মিত দেখেই থাকেন

John_Cena_3

কিন্তু জানেন কি তিনি হলিউডের একজন মুভি তারকাও বটে ? 

John Cena - John Triton - The Marine 2

আজ তারই অভিনীত একটি জনপ্রিয় মুভি ‘ দ্যা মেরিন ‘ ছবির বাংলা সাবটাইটেল নিয়ে হাজির হয়েছি ।

এই বাংলা সাবটাইটেলটি আমিই তৈরী করেছি ।

the-marine-2

ছবির কাহিনী গড়ে উঠেছে একজন মেরিনকে ঘিরে ।যার স্ত্রীকে হীরে চোরেরা কিডনাপ করে ।সেখান থেকেই ছবির কাহিনী এগিয়ে যায় ।

বাংলা সাবটাইটেলটি এখান থেকে নামিয়ে নিন -

9

ছবিটি সংগহে না থাকলে এখান থেকে নামিয়ে নিন -


kkk

Read more »

বাংলা সাবটাইটেল : কোরিয়ান মুভি A Millionaire’s First Love

আজ আপনাদের উপহার দেবো কোরিয়ান একটি মুভির বাংলা সাবটাইটেল ।

 মুভিটির নাম A Millionaire’s First Love

A_Millionaire's_First_Love a-millionaires-first-love-lee-yeon-hee-and-hyun-bin-wallpaper


খুবই সুন্দর একটি রোমান্টিক মুভি ।যারা প্রেমের ছবি দেখতে পছন্দ করেন তাদের ভালো লাগবে ছবিটি ।

A_Millionaire's_First_Love

বাংলা সাবটাইটেল ডাওনলোড করুন :

Download-Animated-Button62

cover

মুভিটি সংগ্রহে না থাকলে ডাওনলোড করুন :

Download-Animated-Button62

Read more »

বাংলা সাবটাইটেল : ক্রিস্টোফার নোলানের বিখ্যাত মুভি “ইনসেপশন”

আশা করি সবাই বেশ ভালোই আছেন । বাংলা সাবটাইটেল বিষয়ক ধারাবাহিক পোস্টের ২২ তম পর্ব  নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হলাম ।

আজকের বাংলা সাবটাইটেলটি তৈরী করেছেন আমার বন্ধু নীল মানব ভাই  ।তাই যা ধন্যবাদ দেয়ার তাকেই দেবেন ।ডাওনলোড করার সময় গুড রেটিং দিতে ভুলবেন না ।

1932318_516391701813419_799452456_n

 ক্রিস্টোফার নোলানের বিখ্যাত মুভি “ইনসেপশন” দেখেছেন হয়ত
অনেকেই,অনেকে হয়ত বন্ধুদের কাছ থেকে শুনেছেন এর দুর্বোধ্য
কাহিনি। মুভিটা অনেকেই দেখছেন আর বেশীর ভাগ মানুষ একি কথা
বলেছে বুঝতে পারিনি কিংবা কষ্ট হইছে বুঝতে । যারা মুভিটা এখনো
দেখেননি অথবা যারা দেখেও বুঝতে পারেননি তাদের জন্য নিয়ে
এলাম ইনসেপশন এর বাংলা সবটাইটেল … হু আমার করা এই সাবে মুভির
শুরুর দিকে আপনাকে কিছু ধারণা দিয়ে দেওয়া হবে যাতে মুভিটি বুঝতে
আপনার সুবিধা হয়। স্ক্রিন পজ করে করে পড়ে নিবেন কথা গুলো এর পর
মূল কাহিনীতে প্রবেশ করলে আপনার মুভিটা বুঝতে কোন রকম অসুবিধা
হবে বলে অন্তত আমার মনে হয় না ! তাহলে আর দেরি কেন ? এখুনি দেখে
ফেলুন ক্রিস্টোফার নোলানের ইনসেপশন সম্পূর্ণ নিজের ভাষায়।
আর আপনার কাছে যদি মুভিটা আগেই থেকে থাকে, মুভিটা ৭২০পি/১০৮০পি
কোন ফ্যাক্ট না যদি এর ফ্রেম রেট 23.976 হয় তাহলে এই সাব দিয়ে
মুভিটা দেখে ফেলুন । আর মুভিটা সংরক্ষণে না থাকলে চিন্তা কারন নেই
দিয়ে দিচ্ছি ডাউনলোড লিংকঃ

 * বাংলা সাবঃ

Download-Animated-Button62

 ডিরেক্ট 720p[মুভি ডাউনলোড]-

Download-Animated-Button62

Read more »

বাংলা সাবটাইটেল : তেলেগু মুভি ওস্তাদ হোটেল

আজকে সুন্দর একটি তেলেগু মুভির বাংলা সাবটাইটেল উপহার দেবো ।ছবিটির নাম ওস্তাদ হোটেল

Usthad-Hotel-32

চিরাচারিত কমার্শিয়াল মুভি থেকে সম্পুর্ন ভিন্ন, আবেগপুর্ণ, মটিভেশনাল একটা মুভি। এই মুভির নায়িকা নিত্থিয়া মেননকে এমনিতেই আমার অনেক পছন্দ, মলিউড লিজেন্ড “মাম্মোট্টির” ছেলে সালমানকে প্রথম দেখাতেই ভাল লেগেছে।

Usthad-Hotel01

সব মিলিয়ে দেখার মত একটি ছবি ।আশা করি সকলে উপভোগ করবেন ।


বাংলা সাবটাইটেল ডাওনলোড করুন :

Download-Animated-Button62

মুভিটি সংগ্রহে না থাকলে ডাওনলোড করে নিন :

kkk

Read more »

ভিএলসি প্লেয়ারে বাংলা সাবটাইটেল দেখার সহজ সমাধান

এই পর্ব কোন ছবির বাংলা সাবটাইটেল উপহার দেবো না ।
বরং বাংলা সাবটাইটেল বিষয়ক একটা কমন সমস্যার সহজ সমাধান দেবো ।
আপনারা সবাই জানেন যে ভিএলসি প্লেয়ারে বাংলা সাবটাইটেল সাপোর্ট করে না ।
যার ফলে ভিএলসিতে বাংলা সাবটাইটেল এরকম উদ্ভট দেখা যায়-

Screenshot_1

আজ এই কঠিন সমস্যাটির একটা সহজ সমাধান দেবো ।

ভিএলসি আমাদের অনেকেরই প্রিয় প্লেয়ার ।আর আমাদের অনেকেরই প্রিয় প্লেয়ার ছাড়া অন্য প্লেয়ার ব্যবহার করতে ইচ্ছে হয় না ।তাই তাদের জন্য আজ জানিয়ে দিচ্ছি কি করে আপনার প্রিয় এই প্লেয়ারে বাংলা সাবটাইটেল দেখবেন ।

প্রথমে  এই সফটওয়্যারটি নামিয়ে নিন ।এটি পোর্টেবল সফট ।তাই ইনস্টলের ঝামেলা নেই :)

download

সফটওয়্যারটি ওপেন করে আপনার কাংখিত ছবির সাবটাইটেল তাতে প্রবেশ করান ।ঠিক এভাবে-

Screenshot_2
Screenshot_3

এরপর উপরে Save subtitle as অপশনে গিয়ে সাবটাইটেলটি কাংখিত স্থানে সেভ করুন ।ঠিক এইভাবে-

Screenshot_4

Screenshot_5

এখন আপনার সেভ করা সাবটাইটেলটি আর কাংখিত মুভিটি একই ফোল্ডারে রাখুন ।তারপর ভিএলসি প্লেয়ারে মুভিটি প্লে করে দেখুন ।এমনই ঝকঝকে বাংলা দেখতে পারবেন :)

Screenshot_8
Screenshot_9

মুভি যে নামে আছে সাবটাইটেলটি সেই একই নামে সেম ফোল্ডারে রাখবেন ।যেমন দেখুন আমি মোহাব্বতে ছবিটি যেভাবে একই ফোল্ডারে রেখেছি -

Screenshot_6

আশা করি এরপর আর আপনার ভিএলসিতে বাংলা সাবটাইটেল দেখতে সমস্যা হবে না :)

Read more »

বাংলা সাবটাইটেল : সম্পূর্ন বাংলায় দেখুন শাহরুখ-ঐশ্বরিয়ার জনপ্রিয় মুভি ‘মোহাব্বতে ‘

আজ আপনাদের উপহার দেবো অন্যতম বিখ্যাত একটি রোমান্টিক ছবির বাংলা সাবটাইটেল ।
Screenshot_3
হ্যা ,ঠিক ধরেছেন । শাহরুখ-অমিতাভ বচ্চ- ঐশ্বরিয়া রাই অভিনীত জনপ্রিয় সেই ছবি ‘ মোহাব্বতে ” ।


Screenshot_5
প্রিয় রোমান্টিক ছবির তালিকা করলে এটি প্রায় সকল মুভিখোর দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে ।
MOHAB~10
এতদিন হিন্দিতে ছবিটি দেখেছেন ।
Screenshot_6
অনেকেরই হিন্দির প্রতি মৃদৃ এলার্জি আছে ।অর্থাত হিন্দি পছন্দ করেন ঠিকই কিন্তু ভাষার কারনে দেখেন না ।তাদের জন্যই আমার হিন্দি ছবি বাংলা করার প্রচেষ্টা ।
Screenshot_2
ছবিটি সমন্ধে নতুন করে কিছুই বলার নেই ।
এখনই বাংলা সাবটাইটেলটিল ডাওনলোড করে নিন-
Download-Animated-Button62
আর বাংলায় উপভোগ করুন ‘মোহাব্বতে ‘
যাদের সংগ্রহে ছবিটি নেই তাদের জন্য ডাওনলোড লিংক দিয়ে দিলাম ।

টরেন্ট থেকে নামাতে পারেন -
download
অথবা এমনিতেও নামাতে পারেন -
download

Read more »

বাংলা সাবটাইটেল :স্প্যানিশ থ্রিলার মুভি দেখুন বাংলায়

বরাবরের মতই ভালো একটি ছবির বাংলা সাবটাইটেল উপহার দেবো । তবে আজকের বাংলা সাবটাইটেলটি আমার তৈরী করা নয় ।এটি তৈরী করেছেন আমার বন্ধু নীল মানব ভাই । তাই বাংলা সাব ভালো লাগলে যা ধন্যবাদ দেয়ার তাকেই দেবেন ।আমি শুধু উপস্থাপন করলাম ।কারন এটি আমার একটি প্রিয় ছবি ।


মুভির নাম :

The Orphanage (El Orfanato)

the-orphanage-2007-el-orfanato-7

এটি একটি স্প্যানিশ হরর মিস্ট্রি থ্রিলার মুভি…অসাধারণর কাহিনির সুন্দর এবং সম্পূর্ণ ফ্যামিলি মুভিটি উপভোগ করুন এখন বাংলায়। রেটিং করতে ভুলবেন না যেন।

লূরা নামের এক মহিলা তার স্বামী কার্লোস এবং দত্তক ছেলে সিমন কে নিয়ে
একটি পুরানো বাড়িতে স্ফিট হন,যা একসময় অনাথ আশ্রম ছিল আর এই
আশ্রমেই ছোট বেলায় তার সময় কেটেছিল। একদিন তার ছেলে সিমন তাকে
জানায় তার অদৃশ্য পাঁচ জন বন্ধু আছে যা তিনি ছেলের কল্পনা প্রসূত খেলা
মনে করেন। এর কিছুদিন পর তিনি একটি অনাথ সংগ্রহের পার্টি দেন সেদিন তার
ছেলে সিমন তাকে তার কল্পনার বন্ধু টমাসের বাড়ি দেখতে যাওয়ার জন্য জেদ
করে কিন্তু তিনি ব্যস্ত থাকায় যেতে পারেন না। পরে সেই দিন সেই অনুষ্ঠানে
তিনি একটা রহস্যময় মুখোশ পরিহিত ছেলে দেখতে পান এবং কিছু পরে বুঝতে পারেন
তারা ছেলে সিমন হারিয়ে গেছে !ছেলে হারিয়ে যাওয়ার পর লূরা তার বাড়িতে বিভিন্ন
সময় অন্যকারো উপস্থিতি টের পায় … পুলিশ কয়েক মাস চেষ্টা করেও তার ছেলের
কোন হুদিস পায় না।এর কিছু মাস পর লুরা তার বাড়ীতে প্যারাসাইকোলজিস্টদের খবর
দেন তার ছেলে আর অশরীরি রহস্য উন্মোচন করতে …তারা কি পারে তার ছেলের
খোঁজ এনে দিতে ? তার ছেলে কি আদৌ বেঁচে আছে ? প্রান প্রিয় ছেলে কে ফিরে
পেতে তার মায়ের ভাগ্যেই বা কি ঘটেছিল ?তার ছেলে হারিয়ে যাওয়ার রহস্যই বা কি ?
এই সব জানতে আপনাকে দেখতে হবে স্প্যানিশ মুভি The Orphanage | অনাথ আশ্রম
মুভিটি ।


সম্পূর্ণ ফ্যামিলি ড্রামা তাই পরিবারে সবাইকে নিয়ে উপভোগ করুন স্প্যানিশ
এই হরর মিস্ট্রি থ্রিলার মুভিটি বাংলায় !! মুভিটা সংরক্ষণে না থাকলে চিন্তার কারন নেই
দিয়ে দিচ্ছি ডাউনলোড লিংকঃ


* বাংলা সাবঃ

Download-Animated-Button62

 * ডিরেক্ট 720p[মুভি ডাউনলোড 945MB]:

Download-Animated-Button62

* টরেন্ট 720p[মুভি ডাউনলোড 1.88GB] :

Download-Animated-Button62

Read more »